Headlines:
  • অফিস আদেশঃ *অত্র সংস্থায় ঋণ কার্যক্রমে কর্মরত সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, সদস্য ভর্তি, ঋণী নির্বাচন, ঋণের পরিমান নির্ধারন, ঋণের কিস্তি ও বকেয়া আদায়ের ক্ষেত্রে নির্দেশনাসমুহ অনুসরন করার জন্য বলা হলো। *সদস্যদের সাথে মানবিক আচরণ করতে হবে। *সদস্য ভর্তি, ঋণী নির্বাচন, ঋণের পরিমান নির্ধারন, ঋণের কিস্তি এবং বকেয়া আদায়ের ক্ষেত্রে সদস্যদের সাথে কোনরূপ অশোভন আচরণ করা যাবে না। *ঋণের কিস্তি ও বকেয়া আদায়ের ক্ষেত্রে জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট সমিতি/সদস্যর বাড়ীতেই উক্ত পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে গঠনমূলক ও আন্তরিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে, তবে কোন ভাবেই কিস্তি বা বকেয়ার টাকা আদায়ের জন্য সদস্য/সদস্যদেরকে জোরপূর্বক শাখা কার্যালয়ে ডেকে আনা যাবে না। ঋণের কিস্তি ও বকেয়া আদায়ের ক্ষেত্রে জটিলতা নিরসনকল্পে সমিতির অন্যান্য সদস্যর সহযোগিতা গ্রহন, সদস্যর অভিভাবক, ঋণের জামিনদারের সরনাপন্ন হওয়া, স্থানীয় প্রধান ও জনপ্রতিনিধির সহযোগিতায় গ্রহন করার জন্য বলা হলো।
  • ঋণের কিস্তি ও বকেয়া আদায়ের বিষয়টি উপরোক্ত প্রক্রিয়ার মাধ্যমে সমাধান না হলে সংস্থার উদ্ধর্তন কর্মকর্তাদের সহযোগিতা গ্রহন করার জন্য বলা হলো। এতেও যদি সমস্যার সমাধান না হয় তবে উদ্ধর্তন কর্মকর্তাদের পরামর্শের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য বলা হলো।
  • অতি উৎসাহী হয়ে নিজ উদ্দ্যোগে কোন প্রদক্ষেপ/ব্যবস্থা গ্রহণের ফলে অপ্রীতিকর ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্মী/কর্মকর্তা দায়ী থাকবেন।
  • উদ্ধর্তন, অধস্তন অথবা সহকর্মীর সাথে সহমর্মী ও ভালো আচরণসহ এ সকল বিধি নিষেধ কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে বলা হলো।

About Protishsruti

Pabna Protishsruti is established in 1989 as Non-Government Voluntary Development Organization by some social activist with an aim to improve the socio-economic and livelihood status of the poor and underprivileged people of its working area through build–up their capacity and established social rights. Since inception, the organization started its activities in Pabna district with awareness rising on women empowerment and prevention of torture on women and children, establish rights of women in the family as well as in the society. See More

Vision

Vision of the organization is “Empowered people leading to a quality life with equal rights of men and women.”

Mission

The organization acknowledged that involvement of the beneficiaries to uphold the issues of their socio economic rights. That has facilitated them potentiality for the empowerment and emancipation of the under privileged people.


Latest News